মিরপুরের গ্যালারিতে শিষ্যদের নিয়ে দ্রাবিড়


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে ভারত। তাই প্রতিপক্ষকে কাছ থেকে বোঝার জন্য তাই শিষ্যদের নিয়ে গ্যালারিতে উপস্থিত হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার দ্রাবিড়।

যুব বিশ্বকাপের চলতি আসরে ভারতকে বিবেচনা করা হচ্ছে অন্যতম শক্তিশালী দল হিসেবে। শিরোপা জয়ের লক্ষ্যে পার্শ্ববর্তী দেশ থেকে আসা ভারতের ক্রিকেটাররাও নিজেদের সফলতা আনতে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন খেলায়। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখতে তাদের মাঠের হাজির হওয়া অন্তত সেটাই প্রমাণ করে।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই বিশ্বকাপে নিজেদের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।