নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ১০:০৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের বিপরীত পাশে ভিআইপি টাওয়ারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা জানান, সকাল থেকেই তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। তবে পৌনে ৪টায় ভিআইপি টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

কার্যালয়ের সামনে অবস্থানরত নেতা-কর্মীরা এসময় দৌড়ে গেলেও কাউকে খুঁজে পায়নি বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ছাত্রদল নেতাদের ধর ধর স্লোগানে নয়াপল্টন এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মানুষ দিকবিদিক ছুটোছুটি করেন।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, রোববার রাতে ছাত্রদলেরর কমিটি গঠনের পর থেকেই একটি পক্ষ বিদ্রোহ করে আসছে। নয়াপল্টনে তারা আগুন লাগিয়েও প্রতিবাদ করেছে। বৃহস্পতিবারও তারা নয়াপল্টনে এসে বিক্ষোভ করবেন এমন সংবাদে সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে নবগঠিত কমিটির নেতারা অবস্থান নেন।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।