আ.লীগ জাতীয় বেঈমান : মির্জা আলমগীর
আওয়ামী লীগ সরকার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচারি সরকার বলে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন।
আওয়ামী লীগ বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তাদের কেউ কেউ আত্মসমর্পণ করে। অনেকেই ভারতে পালিয়ে যায়। ৮৬ সালে তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে স্বৈরাচার এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়ে তার আয়ু বাড়িয়ে দেয়।’
সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগ এরশাদের কাছ থেকে ট্রাঙ্ক ভর্তি টাকা নিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে তিনি বলেন, ‘৭৫ সালে তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। এখন তারা আবার ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বারের মতো গণতন্ত্রকে হত্যা করে মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে।’
‘আমরা ফাঁকা মাঠ পেয়ে গোল দিয়েছি’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘নির্বাচন-রাষ্ট্রব্যবস্থা-জনগণের ভবিষ্যৎ কোনো ফুটবল খেলা নয়।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সুলতানুল ফেরদৌস নম্র,পয়গাম আলী ও ওবায়দুল্লাহ মাসুদ উপস্থিত ছিলেন।