এ অর্জন পুরো বাংলাদেশের: মিরাজ


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফাইনাল খেলতে না পারলেও দলকে তৃতীয় স্থান এনে দেওয়ায় এবং টুর্নামেন্টে ব্যাট ও বলে ধারাবাহিক পারফরমেন্স করায় বিশ্বকাপে সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আর এই অর্জনকে শুধু তার নিজের একার নয়, সমগ্র বাংলাদেশের অর্জন বলেই জানালেন অধিনায়ক।

রোববার মিরপুর শের-ই বাংলা ক্রিকেটপ স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মিরাজ বলেন, ‘এখানে ১৬টি দেশ খেলেছে। আর এখানে আমি সেরার পুরস্কার পেয়েছি। এটা শুধু আমার জন্য নয়; আমি বলবো এটা পুরো দেশের অর্জন। বিশ্বকাপের মতো আসরে ভালো খেলাটা অনেক আনন্দের ব্যাপার। পুরো বিশ্ব দেখেছে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং প্রতিদিনই উন্নতি করেছে। এটা তাই খুব আনন্দের বিষয়।’

এদিন ফাইনাল ম্যাচ দিয়ে নামলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা। একই সঙ্গে শেষ হলো বাংলাদেশের অনেক খেলোয়াড়ের অনূর্ধ্ব-১৯ ক্যারিয়ারও। তাই আগামী দিনের পরিকল্পনা জানিয়ে মিরাজ বলেন, ‘অনূর্ধ্ব-১৯ পর্যায় শেষ করলাম। এখন আমার নিজের চিন্তা থাকবে শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলা। সবার স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও আছে। তবে জাতীয় দলে খেলার জন্য পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। আমার সামনে অনেক সময় আছে। এ সময়টা আমি কাজে লাগিয়ে পরিপূর্ণ হতে চাই। আমি নিজেকে আরো পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে দেখতে চাই।’

এবারের আসরে তৃতীয় স্থান লাভ করেছে বাংলাদেশ। আইসিসির কোন টুর্নামেন্টে এটাই সর্বোচ্চ অর্জন। দলের এই প্রাপ্তি নিয়ে মিরাজ বলেন, ‘বাংলাদেশ এতোটা দূরে আগে কখনো আসেনি। আমার কাছে মনে হয় এটা অনেক বড় প্রাপ্তি। আমাদের এই দল থেকে অনেকেই জাতীয় দলে খেলবে বলে বিশ্বাস করি। সব মিলিয়ে এই বিশ্বকাপে আমরা অনেক কিছু পেয়েছি।’

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।