চ্যাম্পিয়ন হবেন ভাবেননি ক্যারিবীয় অধিনায়কই


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অথচ দলের অধিনায়ক শিমরন হেতমায়ের নিজেও ভাবেননি তার দল চ্যাম্পিয়ন হবে।কত দূর যেতে পারবেন সেই ভাবনাতেই কাতর হয়েছিলেন  টুর্নামেন্ট শুরুর পর থেকে। অবশেষে যখন স্বপ্ন সত্যি হয়ে গেলো, তখন সব কৃতিত্ব ভাগ করে দিলেন তিনি সতীর্থদের মাঝে।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে ভেবেছিলাম আমরা ঠিক কত দূর যেতে পারবো। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তিনটি ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে প্রথম ম্যাচ হারার পর এ ভাবনা বেশি ছিল; কিন্তু এর পরেই ছেলেরা দারুনভাবে ফিরে এসেছে। তাদের কার কি ভুমিকা তা বুঝতে পেরেছে। এবং খুব ভালোভাবে তা পালন করেছে।’

টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি জয় পায়নি প্রস্তুতি ম্যাচেও। গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে মুল পর্ব কঠিন করে ফেলে তারা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর থেকেই ধারাবাহিকভাবে দারুণ ক্রিকেট খেলতে থাকে তারা। এরপর পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের মত তিনটি শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্যারিবীয়রা।

এ প্রসঙ্গে হেতমায়ের বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে জয় আমাদের সঠিক পথে ফিরিয়ে এনেছে। দলের সবাই  নেটে অনেক ঘাম ঝরিয়েছে। নিয়মিত অনুশীলনের কাজ করেছে। তারা সঠিক কাজটি করতে পেরেছে। শেষ তিন ম্যাচে সবাই তাদের সেরাটা দিয়েছে। ফলে আমরা সব ম্যাচেই ভালো ফল পেয়েছি।’

এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের সুসময় আবার ফিরে আসবে বলে ভাবছেন অধিনায়ক। এ নিয়ে বলেন, ‘এটা খুব বড় পরিবর্তন, এখন থেকে আগামী বিশ্বকাপ পর্যন্ত। আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বড় পরিবর্তন দেখতে চাই। কিছু নতুন ছেলে উঠে আসছে। আমার মনে হয় তারা আমাদের কিছু খেলা দেখে থাকবে। কিছু ছেলেদের পারফরমেন্সও। ভবিষ্যতে এর ফলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আরও উন্নত হবে।’

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।