মালয়েশিয়ার পথে শেখ হাসিনা


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০২ ডিসেম্বর ২০১৪

তিনদিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বিমানটি স্থানীয় সময় বিকেল ৪টায় (মালয়েশীয় সময়) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি জনশক্তি রপ্তানি ও মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন, উচ্চশিক্ষা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। এ সময় চারটি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। সফরকালীন প্রধানমন্ত্রী কুয়ালালামপুরের গ্রান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন। হোটেলের উদ্দেশে যাত্রার আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব-অনার প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী ৩ ডিসেম্বর বুধবার গ্রান্ড হায়াত হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন তিনি হোটেলের বলরুমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা নিয়ে এক সভায় যোগ দেবেন। এই সভায় বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ী নেতৃবৃন্দ যোগদান করবে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে পুত্রজায়ার পারদানা স্কয়ারে অবস্থিত সেদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোহাম্মদ নাজিব বিন তুন হাজী আবদুল রাজাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। ৪ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।