৩০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধারের নাটকীয় ভিডিও
সিরিয়ায় বিমান হামলায় ধসে পড়া হাসপাতালের ধ্বংসস্তুপের নিচ থেকে ৩০ ঘণ্টা পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার দেশটির মারাত আল নোমানে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেডিসিনস সান ফ্রন্টিয়ারস (এমএসএফ) এর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।
হাসপাতালের ধ্বংসস্তুপের নিচ থেকে ৩০ ঘণ্টা পর নাটকীয়ভাবে তিনজনকে জীবিত উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে পোস্ট করেছে স্থানীয় মানবাধিকার কর্মীরা। এতে দেখা গেছে, ধুলো মাখা ও রক্তাক্ত অবস্থায় একজন নারীকে ধ্বংসস্তুপের নিচ থেকে বের করে আনছে উদ্ধারকারীরা। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, ৩০ ঘণ্টার পর উদ্ধার হলেও জ্ঞান হারাননি ওই নারী।
ওই হাসপাতালের নিখোঁজ আরো দুই কর্মীর সন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। সোমবারের হামলায় হাসপাতালের পাচঁজন কর্মী সহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে তুরস্ক ও ফ্রান্স। তবে মস্কো এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, শুধুমাত্র ইসলামিক স্টেট জঙ্গিরা তাদের হামলার লক্ষ্যবস্তু।
হাসপাতালে বিমান হামলাকে যুদ্ধাপরাধের সামিল বলে মন্তব্য করেছে ফ্রান্স এবং তুরস্ক। এছাড়া সোমবারের এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
এসআইএস/আরআইপি