সিদ্ধান্ত মেনেই দল করতে হবে : হানিফ


প্রকাশিত: ০৫:০১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দল করতে হলে নেতাকর্মীদের অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। যারা দলের প্রতি আস্থা দেখাতে ব্যর্থ হচ্ছেন, তাদের শাস্তির মুখোমুখি করা ছাড়া আর কোনো পথ নেই।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলের সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে আমরা আশা করছি, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাবেন না।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।