রংপুর বিভাগের ১৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী যারা
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করছে। এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের ১৫টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। জাগোনিউজের পাঠকদের জন্য তালিকাটি প্রকাশ করা হলো-
জেলা : পঞ্চগড় (০৭), উপজেলা : তেঁতুলিয়া (৭)
১. বাংলাবান্ধা কুদরত-ই-খুদা (মিলন)
২. তিরনই তাহমিদ মিল্টন
৩. তেঁতুলিয়া কাজী আনিছুর রহমান
৪. শালবাহান নুরুল ইসলাম লালু
৫. বুড়াবুড়ি মো. নজরুল ইসলাম
৬. ভজনপুর এমদাদুল হক
৭. দেবনগর মো. তরিকুল ইসলাম।
জেলা : দিনাজপুর (০৭), উপজেলা : হাকিমপুর (৩)
১. খট্রমাধবপাড়া মো. মোকলেছুর রহমান চিঠি দিতে হবে পরিবর্তন হয়েছে।
২. বোয়ালদার মো. শাহাদাৎ হোসেন (শাহাদাৎ)
৩. আলীহাট মো. গোলাম রসুল
উপজেলা : ঘোড়াঘাট (৪)
১. বুলাকীপুর মো. সদের আলী
২. পালশা কাজী মাকসুদুর রহমান চৌধুরী
৩. শিংড়া মো. আব্দুল মান্নান মন্ডল
৪. ঘোড়াঘাট মো. আসাদুজ্জামান ভুট্টু
জেলা : রংপুর (০১), উপজেলা : পীরগাছা (১)
১. কল্যাণী মো. নুর আলম
এএসএস/এসকেডি