উপ-নির্বাচনে একসঙ্গে অংশ নিতে রওশনের দুয়ারে জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

দলের আসন্ন ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্প্রতি বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোর উপ-নির্বাচন বিষয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব নিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়ে রওশনের গুলশানের বাসায় যান জিএম কাদের।

জানা গেছে, সেখানে রওশন ও জিএম কাদেরের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে তারা একসঙ্গে দুপুরের খাবার খান।

জাতীয় পার্টির রওশনপন্থি নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন রাজু জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপা গঠিত হয়। দিনটি একসঙ্গে উদযাপনের প্রস্তাব নিয়ে আজ রওশন এরশাদের কাছে যান জিএম কাদের।

বৈঠক সূত্রে জানা গেছে, বিরোধীদলের নেতা রওশনের পরামর্শ নিয়ে দল পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন জাপা চেয়ারম্যান। এসময় চলমান সব মামলা প্রত্যাহার করারও অনুরোধ জানান জিএম কাদের।

বৈঠকে ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গে উদযাপন ও আগামী ১ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত সংসদীয় আসনগুলোতে উপ-নির্বাচনে একত্রে অংশ নেওয়ার বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

সম্প্রতি বিএনপির পদত্যাগ করা পাঁচটি সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটে অংশ নিতে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আগামীকাল সোমবার সাক্ষাৎকার নেবে জাপা।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদব মাহমুদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের শূন্য আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামীকাল সোমবার। ওইদিন বেলা ১১টায় বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে সব মনোনয়নপ্রত্যাশীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

এসএম/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।