ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে সাংস্কৃতিক সন্ধ্যা


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের পরিচালক আনিস মাহমুদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ান্নর ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চু ও ভাষা বিজ্ঞানী একুশে পদকপ্রাপ্ত ড. হায়াৎ মামুদ।

অনুষ্ঠানে রওশন আরা বাচ্চু একুশের স্মৃতিচারণে আবেগআপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি তখন বয়সে তরুণ ছিলাম। এই তারণ্যতায় উদ্দীপ্ত হয়ে সেদিন ভেঙে ছিলাম শাসকগোষ্ঠীর বেড়াজাল।’

Natok তিনি আরো বলেন, ‘ভাষা শহীদ রফিকের গুলিবিদ্ধ অবস্থায় তাকে দেখেছি। মাথায় গুলিবিদ্ধ রফিকের মগজ দইয়ের মতো ঝরে পড়েছিল। আমরা যে স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়েছিল বায়ান্নতেই।’

ভাষা বিজ্ঞানী হায়ৎ মামুদ একুশের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমরা তখন স্কুলছাত্র ছিলাম। ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য স্লোগানে স্লোগানে জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছিলাম চেতনা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হচ্ছে, বাঙালি জাতি হিসেবে আমাদের গর্ব হয়।’

আরো বক্তব্য রাখেন মো. আতাউলহক (পরিচালক-অর্থ ও প্রশাসন) ও পরিচালক লে. কর্ণেল মোশাররফ হুসেন।

আলোচনা সভার পর ভাষার গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন রুমানা ইসলাম, ক্লোজআপ তারকা মন্টি, তাসলিমা চুমকি, আব্দুল হালিম খান, অজিত সরকার।

এরপর ভাষা আন্দোলনে প্রথম শহীদ রফিকউদ্দীন আহমেদের জীবন কাহিনি অবলম্বনের মিয়াজান কবীর রচিত ও পরিচালিত ‘চাঁদের মতো চন্দ্র বিন্দু’ নাটকটি মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন রায়হান, সুইটি, কায়সার, রেখাগুণ, মহিদুর, মনির, কেফায়েত, অলিউল্লাহ, উর্মি, শিলা, নীলা, মিয়াজান কবীর, অতুল, রাতুল, রনি, রব্বানি প্রমুখ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।