দেশকে এগিয়ে নিতে প্রয়োজন জ্ঞানভিত্তিক অর্থনীতি


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

দেশকে এগিয়ে নিতে হলে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে গভর্নর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের ই-লাইব্রেরির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

আতিউর রহমান বলেন, এটি নিঃসন্দেহে দেশের সেরা লাইব্রেরি। তবে এর সুরক্ষা ও মান যাতে অক্ষুণ্ণ থাকে সে খেয়াল রাখতে হবে। এর মাধ্যমে জ্ঞানভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে হলে সবার আগে কেন্দ্রীয় ব্যাংকে জ্ঞানভিত্তিক কর্মী গঠন করতে হবে।

গভর্নর আরও বলেন, আমাদের অর্থনীতির আকার দিনদিন বড় হচ্ছে। আগামীতে বাংলাদেশের অর্থনীতি ৫০০ বিলিয়ন ডলারের আকার ধারণ করবে। একে সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের বিচক্ষণতা বাড়ানো দরকার। আশা করি এ লাইব্রেরি সে কাজে কর্মীদের সহায়তা করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৬২ সালে স্টেট ব্যাংক অব পাকিস্তানের অধীনে বাংলাদেশ ব্যাংক লাইব্রেরির যাত্রা শুরু হয়। সেই থেকে এর উন্নয়ন কাজ চলছে। এরই ধারাবাহিকতায় একে ই-লাইব্রেরিতে উন্নীত করা হল। এ লাইব্রেরিতে ৭ হাজার ই বুক, ২৫ হাজার ই জার্নাল ও এক হাজার সিডি-ডিভিডি রয়েছে। সব মিলিয়ে এ লাইব্রেরিতে মোট ৫৬ হাজার রিসোর্চ আইটেম রয়েছে। আধুনিকায়নের অংশ হিসেবে এতে ওয়াই-ফাই নেটওয়ার্ক ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিটেকশন ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া এ লাইব্রেরিকে  ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি, ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট ও আমেরিকান সেন্টারের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, ২০০০ সালে এ লাইব্রেরির অটোমেশন কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ই-লাইব্রেরি চালু করা হল। এতে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে তা বাংলাদেশ ব্যাংকেরই তৈরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য আসলাম আলম, মুস্তফা কামাল মুজেরি, সাদেক আহমদ, সনৎ কুমার সাহা, হান্নানা বেগমসহ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/একে/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।