বিএনপি নেতা সেলিমের কারামুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২২ জানুয়ারি ২০২৩
বিএনপি নেতা সেলিম কারামুক্ত (বা থেকে তৃতীয়)

এক মাসের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। রোববার (২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এসময় দলের নেতাকর্মীরা কারা ফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন।

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>>> ১০ বছর পর আসলাম চৌধুরীসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

কারা ফটকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মামদুদুল মোস্তাকিন নিশাত প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।