ইউরোপা লিগে ম্যান ইউ`র বড় জয়
বড় জয় দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করে নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে ফিরতি পর্বের ম্যাচে ডেনিস ক্লাব মিডজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্রথম লেগে ২-১ গোলে হারের প্রতিশোধ নিয়েছে ইংলিশ জায়ান্টরা।
প্রথম পর্বে হারের ক্ষত নিয়ে নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ম্যান ইউ। তবে ম্যাচের ২৭ মিনিটে মিডফিল্ডার পিওনে সিস্টোর গোল করে স্বাগতিকদের হতাশায় ডুবায়। এর পাঁচ মিনিট পর আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে স্বাগতিকরা।
বিরতির পরই মিডজিল্যান্ডের গোলমুখে একের পর এক আক্রমণ চালায় ম্যানইউ। ৬৩ ও ৭৫ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে দলকে ৩-১ গোলের লিড এনে দেন রাশফোর্ড। আর ৮৭ মিনিটে আন্দের হেরেরা ও শেষ মিনিটে ডিপাইয়ের গোলে উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
উল্লেখ্য, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ প্রথম লেগ ও ১৭ মার্চ ফিরতি পর্বের ম্যাচ মাঠে গড়াবে।
এমআর/পিআর