প্রাঙ্গণেমোরের কর্মশালায় প্রশিক্ষক দেবেশ রায় চৌধুরী
ঢাকার প্রথম সারির নাটকের দল ‘প্রাঙ্গণেমোর’ নতুন নাট্যকর্মী নেয়ার লক্ষে সাত দিনব্যাপী বিশেষ নাট্যকর্মশালার আয়োজন করেছে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে কর্মশালাটি শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।
এবারের নাট্যকর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসাবে আছেন ভারতবিখ্যাত অভিনেতা ও নির্দেশক দেবেশ রায় চৌধুরী। তিনি কলকাতার বহুরূপী নাট্যদলের সাথে সম্পৃক্ত। প্রশিক্ষক হিসেবে আরো রয়েছেন পশ্চিমবঙ্গের বহরমপুরের বিখ্যাত নাট্যদল ঋত্বিক’র দলপ্রধান মোহিত বন্ধু অধিকারী, বহরমপুরের বিপ্লব দে ও কলকাতার সূপর্ণা দে। নাট্যকর্মশালায় অংশগ্রহণ করছে প্রায় ৩০ জন নাট্যকর্মী।
কর্মশালায় থিয়েটার গেমস, উচ্চারণ, আঙ্গিক ও বাচিক অভিনয়ের উৎকর্ষতা বৃদ্ধির সাথে দেশ-বিদেশের নাটক ও নাটকের ইতিহাস সম্পর্কে যেমন আলোচনা করা হবে তেমনি নাটক ও অভিনয়ের বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে।
এলএ/এমএস