ওয়ান ব্যাংকের ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ ক্যাশ ও সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে । সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় কনসলিডেটেড (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য কনসলিডেটেড (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ রাজধানীর ইস্কার্টন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন হলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ মার্চ নির্ধারণ করা হয়েছে ।

উল্লেখ, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।