শ্রীপুরে ৮শ` অবৈধ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৩:০২ পিএম, ০২ মার্চ ২০১৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে প্রায় আটশ` গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় বিভিন্ন পরিমাপের চারশ` ফুট পাইপ জব্দ করা হয়। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান চলে।

গাজীপুর ও ভালুকা অঞ্চলের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, নগরহাওলা এলাকায় আটশ` গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় বাড়ির মালিকদের পাওয়া যায়নি।

তিতাসের ব্যবস্থাপনা প্রকৌশলী এএম সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, শিল্প এলাকার গ্যাস সংযোগে ১৫০ ঘনফুট চাপে গ্যাস সরবরাহ করা হয়। আবাসিক এলাকায় ৫০ ঘনফুট চাপে গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু অবৈধভাবে শিল্প প্রতিষ্ঠানের গ্যাস লাইন থেকে আবাসিক গ্যাস সংযোগ নেয়ায় ঝুঁকি বেড়ে গেছে।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, তিতাসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ, সাবিউল আউয়াল, খোরশেদ আলম, জাহিদ হোসেন, নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।