রিজভীর মুক্তি চেয়ে নয়াপল্টনে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২২ মার্চ ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ মার্চ) বিকেলে এই বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এরপর নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান হবীব, আলমগীর হোসেন রনি, উজ্জল হোসেন, হুমায়ুন কবির, জুয়েল সাহা, রিয়াদ মাহমুদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিলাদ উদ্দিন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহ-সভাপতি লুতফর, রাশু, আজিম, রকি, কাওসার, মাসুম, যুগ্ম সম্পাদক সুমন, জাফর প্রমুখ।

কেএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।