চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে ১৮ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৫ মার্চ ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদসহ ১৮ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ১৩ জন আওয়ামী লীগ নেতা রয়েছে। এছাড়া একজন ইসলামী ফ্রন্ট, একজন বিএনএফ, একজন এনপিপি ও দুইজন স্বতন্ত্রপ্রার্থী রয়েছেন।

শনিবার (২৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুরের পর নোমান আল মাহমুদ সাহেব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সবমিলিয়ে এ পর্যন্ত ১৮টি ফরম বিক্রি হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। পরবর্তীতে উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। আগামী ২৭ এপ্রিল এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ, ২৯ মার্চ বাছাই, ৫ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন এবং ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন>> চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার মাঝি নোমান

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, জাহিদুল হক, বিজয় কুমার চৌধুরী, আবদুচ ছালাম, আহমেদ ফয়সাল চৌধুরী, আবদুল কাদের সুজন, সাইফুল ইসলাম, এসএম কফিল উদ্দীন, খোরশেদ আলম, আলী রিয়াজ খান রক্সি, শিরিন আহমেদ, সেলিনা খান, সুকুমার চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ, এনপিপি প্রার্থী মোস্তাফা কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মীর মোহাম্মদ রমজান আলী ও খাদেমুল ইসলাম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বোয়ালখালী পৌরসভা, আট ইউনিয়ন ও নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। ভোটকেন্দ্র ১৯০টি, ভোটকক্ষ ১৪১৪টি।

আরও পড়ুন>> চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন

ইকবাল হোসেন/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।