জিয়ার সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৩

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল। রোববার (২৬ মার্চ) দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে সঙ্গে নিয়ে মাজারে যান ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

এ সময় শ্রাবণ বলেন, দেশের স্বাধীনতা আজ ভূলণ্ঠিত। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বাকস্বাধীনতা নেই। বিরোধীদলের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন করছে সরকার। শিগগির স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।

সাধারণ সম্পাদক জুয়েল বলেন, আন্দোলনের মধ্যে দিয়েই এ অবৈধ সরকারের পতন ঘটানো হবে। হত্যা, গুম, খুন আর নির্যাতনের বিরুদ্ধে একটি সুস্থ স্বাভাবিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। বিজয় আমাদের সুনিশ্চিত।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, সাইফুজ্জামান,তবিবুর রহমান সাগরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।