স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে সুপ্রিম পার্টির শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন দলটির নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে বিএসপির উদ্যোগে ঢাকা মিরপুর এক নম্বর কেন্দ্রীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাবেক এসপি আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ-দপ্তর সম্পাদক এ কে নাহিদ, প্রচার সম্পাদক চৌধুরী হোসাইন, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মিয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম মাহি, শিল্প বিষয়ক সম্পাদক সীমা আক্তার, উর্মি ইসলামসহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মরিয়ম আহমেদ, শাহ আলম, ঢাকা জেলার সভাপতি দেলোয়ার হোসেন জন, সহ-সভাপতি খলিফা নজরুল ইসলাম , সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ একাত্তরের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
এইচএস/জেএইচ/জেআইএম