আ.লীগের পরিণতি হবে মুসলিম লীগের মত ভয়াবহ


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৪ মার্চ ২০১৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দেশে বর্তমানে একটিই সমস্যা, তা হলো ক্ষমতাসীন নেত্রী শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ।

তিনি বলেন, হাসিনার একটি নীতি হচ্ছে, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতেই হবে। কিন্তু তিনি জানেন না জোর করে ক্ষমতায় থাকলে জনগণের ধিক্কার নিয়ে বিদায় নিতে হবে। তখন আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগের মত ভয়াবহ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা।

‘ইউপি নির্বাচনে শেষ বুলেটটি থাকা পর্যন্ত এর ব্যবহার করতে হবে’ প্রসাশনের প্রতি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের এমন নির্দেশের পরিপ্রেক্ষিতে খন্দকার মাহবুব বলেন, এই বুলেটটি কার বুকে যাবে? বিএনপির বুকে, নাকি আওয়ামী ভোট ডাকাতদের বুকে?

ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সংখ্যা কমিয়ে দেয়া হবে ইসির এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যাতে নির্বিঘ্নে ভোট ডাকাতি করতে পারে সে জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমান নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও বিএনপির নির্বাচনে আসার কারণ প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, আমরা নির্বাচনে গিয়ে তৃণমূলের নেতা-কর্মী ও বিশ্ববাসীকে দেখাতে চাই এই আওয়ামী লীগ কি ভয়ানক দল। আর তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলনের ডাক আসবে তাতে তৃণমূলের জনগণ স্বস্ফূর্তভাবে ঝাপিয়ে পড়বে।

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে এই আইনজীবী বলেন, বিএনপি একটি বৃহত্তর দল, এখানে যোগ্য নেতা-কর্মীর অভাব নেই। তাই পদ না পেলে কারো হতাশ হবার কারণ নেই। আমি মনে করি, দেশনেত্রী খালেদা জিয়া ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নেতৃত্বের সুযোগ দিবে।

বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং নির্বাচন কমিশনের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভার আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা পরিষদের সভপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা শোয়াইব আহমেদ প্রমুখ।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।