‘স্বাধীনতা-সার্বভৌমত্ব বিতর্কিত করাই স্বাধীনতাবিরোধীদের লক্ষ্য’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৯ মার্চ ২০২৩

বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

বুধবার (২৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

আমির হোসেন আমু বলেন, ‘মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য আজ স্বাধীনতার ঘোষকের তালিকায় অনেকের নাম বলা হয়। শুধু বঙ্গবন্ধুকে নয়, স্বাধীনতাবিরোধীদের মূল লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিতর্কিত করে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেওয়া।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার, তাদের জনগণ ও সেনাবাহিনীর ভূমিকা কোনো দিন ভোলার নয়। ভারত ও বাংলাদেশের এ বন্ধনের মধ্যে এখন অনেকে ফাটল ধরাতে চান। এ ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘দুই দেশের বন্ধন বহুকালের। ১৯৭১ সালে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় ও অটুট হয়েছে। ভারত আগামীতে সবসময় বাংলাদেশের পাশে থাকবে।’

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি, সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা মো. রাশিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ এমপি, বাসন্তী চাকমা এমপি, বিএফউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি।

এসইউজে/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।