সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির ছাত্রী ও বাসের হেলপার নিহত
দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রী ও এক মাস্টার রোল কর্মচারী ( বাসের হেলপার) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে সহপাঠী মো. সজিব হাসান (২২)। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা দুইটি ঘটে।
নিহতরা হলেন- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুট ইঞ্জিনিয়ারিং অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী রহিমা খাতুন রিমা (২২)। সে কুড়িগ্রাম জেলার চিলমারী এলাকার বাসিন্দা। অপরজনের নাম টিটু (৩৬)। সে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী।
জানা যায়, হাবিপ্রবির ছাত্রী রহিমা খাতুন রিমা সহপাঠী মো. সজিব হাসান (২২) অটোরিকশা করে সন্ধ্যা ৭ টার সময় ক্যাম্পাসে ফিরছিল। পথে দিনাজপুর-দশ মাইল সড়কের বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকটারের সংঘর্ষ হয়। এতে রহিমা খাতুন রিমা ও সজিব হাসান আহত হয়। আহত অবস্থায় তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮ টার দিকে রহিমা খাতুন রিমা মারা যায়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মাসুদ রানা রহিমা খাতুন রিমা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে রাত সাড়ে ৮ টার সময় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পিকনিক শেষে স্বপ্নপুরী থেকে ফিরছিল। এ সময় বাসের হেলপার টিটু দিনাজপুর মেডিকেল কলেজর সামনে নির্মানাধীন রাস্তার গর্ত পারাপারের জন্য বাস থেকে নেমে সিগনাল দিচ্ছিল। এসময় সে পা পিছলে রাস্তার উপরে পড়ে যায়। এ সময় বাসটি চাকা তার মাথার উপর দিয়ে গেলে ঘটনা স্থলেই সে মারা যায়। টিটুর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
হাবিপ্রবির প্রকাশনা ও জনসংয়োগ কর্মকর্তা মমিনুল ইসলাম বাস হেলপার টিটু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/জেএইচ