সরকারের মুখোমুখি আমাদের হতেই হবে: দুদু

দেশে আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের মুখোমুখি হওয়ার কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের মুখোমুখি আমাদের হতেই হবে। এর কোনো ভিন্নতা নেই।
তিনি বলেন, স্পষ্ট করে বলি- এখন কথা বলার সুযোগ নেই। সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেই সংবিধানকে বর্তমান সরকার পদদলিত করেছে। এখন ক্রান্তিকাল, এই ক্রান্তিকাল আমাদের অতিক্রম করতে হবে।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর ভাসানী ভবনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দেশে এখন ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। আপনি খেতে পান না সেটা বলার অধিকার নেই। আমাদের নেত্রী (খালেদা জিয়া) জেলখানায়। মিথ্যা অভিযোগ এনে তাকে সাজা দেওয়া হয়েছে। আদালতে বিচার করা হয়নি। দেশে বিচার নাই। আইন নাই।
তিনি বলেন, এদেশে আলেম সমাজের কোনো নিরাপত্তা নাই। শ্রমিক, কৃষক, রাজনীতিবিদদের নিরাপত্তা নাই। এই নিরাপত্তাহীনতা আর বেশি দিন চলতে দেওয়া যায় না। আমরা খালেদা জিয়াকে জেল থেকে বের করবো। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো। মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।
জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শফিকুল ইসলাম রতন এবং জাসাস কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ/এমকেআর