দুর্ঘটনা প্রসঙ্গে শায়রুল
বলে বোঝাতে পারবো না কী পরিস্থিতি পার করেছি

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান/ ফাইল ছবি
অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
শায়রুল জানান, রাতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে বিদায় জানিয়ে মহাখালী রাওয়া ক্লাবের সামনে থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠ। উত্তরায় বাসার দিকে যাচ্ছিলাম। রাত একটার দিকে বিমানবন্দর মোড়ে পৌঁছালে বাম পাশ থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক আমাদের অটোরিকশা চাপা দিতে যায়।
তবে অটোরিকশা চালকের দক্ষতায় এবং আল্লাহর রহমতে এ যাত্রায় বেঁচে গেছি। ভাষায় বলে বোঝাতে পারবো না, কী পরিস্থিতি পার করেছি। মহান আল্লাহর কাছে কোটি শুকরিয়া, যোগ করেন শায়রুল কবির খান।
কেএইচ/কেএসআর/এএসএম