আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মিথ্যাচারের রাজনীতি: বুলু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০১ এপ্রিল ২০২৩

আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মিথ্যাচারের রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। তিনি বলেন, ‘আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান নাকি স্বাধীনতা ঘোষণা করেনি, যুদ্ধও করেনি। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মিথ্যাচারের রাজনীতি। প্রতিনিয়ত তারা মিথ্যাচার করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘এ চট্টগ্রামের মানুষ সাক্ষী, ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছিল। সেই সময় আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিশেহারা জাতি দিগ্বিদিক ছুটছিল। পরদিন ২৬ মার্চ রাতে জিয়াউর রহমান এ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিশেহারা জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এটাই হচ্ছে মূল ইতিহাস।’

শনিবার (১ এপ্রিল) দুপুরে মহানগরীর কাজীর দেউরি সংলগ্ন দলীয় কার্যালয় নাসিমন ভবন মাঠে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি করে বিএনপি। মহানগর বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বরকতউল্লাহ বুলু বলেন, ‘এ সরকার দেশের জনগণের টাকা লুটপাট করেছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিদ্যুতের দুর্নীতির বিরুদ্ধে বলা যাবে না। দেশ থেকে টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়েছে। দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে চলছে একদলীয় রাষ্ট্রীয় শাসন। ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতেই হয়েছি। অবৈধ এ সরকারের দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে বিএনপি রাজপথে আছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে।’

তিনি বলেন, দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে। মাছ, মাংস, শাকসবজির দাম বেড়েছে। চাল-তেলের দাম বেড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষ ধুঁকছে। তার মধ্যে আবার প্রথম আলোর সাংবাদিক মো. শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। আমরা ভাত, মাছ, মাংস খেয়ে-পরে বাঁচার স্বাধীনতা চাই। প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে, এ সমাবেশ থেকে নিন্দা জানাই।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে মানুষের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা আইন গলার কাঁটা। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন নামের এ কালাকানুন বাতিল করতে হবে। অবিলম্বে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করুন।

মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মাহবুব আলম, মুফিজুল হক ভূঁইয়া, এস এম আবুল ফয়েজ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মনজু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, শ্রমিক দলের শেখ নূর উল্লাহ বাহার, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, শ্রমিকদলের শ ম জামাল উদ্দিন, তাঁতিদলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল হক, সদস‌্যসচিব আবদুল আজিজ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস‌্যসচিব শরিফুল ইসলাম তুহীন প্রমুখ।

ইকবাল হোসেন/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।