সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে সরকার: মোশাররফ

সরকারকে বিদায় হতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আর বেশি দিন সহ্য করতে হবে না। সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে সরকার। তাই দশ দফা দিয়েছি। জনগনকে ঐক্যবদ্ধ করে এ সরকারকে বিদায়ের জন্য গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
রোববার (২ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরাম এর উদ্যোগে নওগাঁয় সুলতানা জেসমিন হত্যা ও সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে ‘বিনা বিচারে হত্যা-গুম ও নির্যাতন, আর কত কাল সইবে বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা হয়।
মোশাররফ বলেন, দেশবাসী একটি কঠিন সময় পার করছে। অর্থনৈতিক অবস্থা করুন। মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়।
তিনি বলেন, ‘দেশের জনগণকে চাপাবাজি করে যেভাবে বুঝাতে পেরেছে ভেবেছে বিদেশিদেরও বুঝাতে পারবে, কিন্তু পারেনি।নিষেধাজ্ঞা দিয়েছে, এগুলো দেশের জন্য সুনাম আনছে না। তারা ভোটের অধিকার হরণ করেছে।’
নওগাঁ সরকারি কর্মকর্তা জেসমিন আক্তারের মৃত্যুর ঘটনা তুলে ধরে মোশাররফ বলেন, ‘এ সরকার স্বেচ্ছাচার ও স্বৈরাচার। না হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। সাংবাদিক শামসুজ্জামানের কি দোষ? দেশেতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।’
মোশাররফ বলেন, আজ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আওয়ামী সিন্ডিকেট লুটেপুটে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আজ জনগণের দাবি এ সরকারকে যত দ্রুত ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় ততই মঙ্গল।’
তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। না হলে জনগণ জেগে উঠে এ সরকারকে বিদায় করে সব কালা আইন বাতিল করবে।’
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, জাতীয় কমিটির নির্বাহী সদস্য নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
কেএইচ/এমআইএইচএস/জিকেএস