কোনো অবস্থাতেই ধানের শীষের ক্ষতি করা যাবেনা : হান্নান শাহ


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৫ মার্চ ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, কোনো অবস্থাতেই ধানের শীষের ক্ষতি করা যাবেনা। আসন্ন ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবেন। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঘটিয়ে বিভাজন তৈরি করবেন না।
 
শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের মহরাবহ এলাকায় এক সামাজিক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন।
 
তিনি আরো বলেন, বিগত দিনের নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সরকার কতটা জোর জবরদস্থি করেছে এটা সবাই জানে। ১০টা হোন্ডা আর ২০টা গুণ্ডা নিয়ে ভোট কেন্দ্র দখল করে। পুলিশ বাধা দেয়না। বরং সহযোগিতা করে। বর্তমান সরকার আমাদের বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু পারেনি। কারণ আমাদের আসল শক্তি তৃণমূলে। সরকার যতই নির্যাতন করুক তৃণমূল থেকে বিএনপি মুছে দিতে পারবেনা।

তিনি আরো বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মান্নানকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যা খুশি তাই করেছে। এত কিছুর পরও আমরা নির্বাচনে অংশগ্রহণ করি তার ২টি কারণ। এক নির্বাচনে প্রচারণার জন্য হলেও আমরা স্বাধীন ভাবে বাইরে বের হতে পারি। দুই এ সরকারকে যদি সব ছেড়ে দেই তাহলে সবকিছু নির্বিচারে শাসন করবে।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক চেয়ারম্যান আ. কাদের, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ, বিএনপি নেতা এবাদত হোসেন প্রমুখ।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।