জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক ভোট গ্রহণে দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে এবং প্রশসানের পক্ষ থেকে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। দুপুর আড়াইটা নাগাদ একদল বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই শুরু করে। এসময় দু`পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ভোট কেন্দ্রের ভেতর এবং বাইরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা তমিজার রহমান জাগো নিউজকে জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণে হঠাৎ গণ্ডগোল শুরু হয়। পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
রাশেদুজ্জামান/এমজেড/আরআইপি