ছুরিকাঘাতে উপখাদ্য পরিদর্শক আহত


প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৫ মার্চ ২০১৬

প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপখাদ্য পরিদর্শক মাহাবুব হাসান (৩২) গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে নাটোর অফিসে বিভাগীয় খাদ্য পরিদর্শক সমিতির নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।

মাহাবুব হাসান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেখপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে নাটোর খাদ্য অফিসে কর্মরত আছেন।

বিকেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুস সাত্তার (৫২) নামে আরো এক উপখাদ্য পরিদর্শক আহত হয়েছেন।

আহতরা জানান, নাটোর অফিসে বিভাগীয় খাদ্য পরিদর্শক সমিতির নির্বাচনে আব্দুর রশিদ ও জয়নাল আবেদিন দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছিল। আর আহত মাহাবুব হাসান ও আব্দুস সাত্তার দুইজনই জয়নাল আবেদিনের সমর্থক ছিলেন। দুপুরে নির্বাচন চলাকালে হঠাৎ আব্দুস সাত্তারের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে আব্দুর রশিদ গুরুতর আহত হন। পরে বিকেলে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।