আশরাফুলের মূল লড়াই পুনরায় বিশ্বাস অর্জন


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৫ মার্চ ২০১৬

বাংলাদেশ যখন এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে, তখন দর্শক সারিতে বসে খেলা দেখবেন দলের অত্যন্ত মেধাবী ও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল। ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ওই ঘটনায় তার নৈতিকতা জীবনের শেষ দিন পর্যন্ত পোড়াবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িয়ে পড়া এই তারকা চলতি বছরের ১৩ আগস্ট ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। আইসিসির ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী নিষিদ্ধ রয়েছেন সাবেক এই তারকা।

তবে ক্রিকেটে ফিরলেও মানুষের কাছে তার হারানো বিশ্বাস ফিরে পেতে যে কাঠখড় পোহাতে হবে স্বীকার করেছেন আশরাফুল নিজেই। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আশরাফুল বলেন, এটা আমার জন্য খুব সহজ হবে না। ১৩ আগস্ট, যেদিন আমার ওপর থেকে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে, একটি নতুন সংগ্রাম শুরু হবে সেদিন থেকে। সেটা হলো, পুনরায় মানুষের বিশ্বাস অর্জন করা।

আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি খুশি যে অন্তত আবারো ক্লাব ক্রিকেট খেলবো। তবে আমি প্রথম শ্রেণির ঢাকা মেট্রোপলিটনে খেলার প্রত্যাশা করছি।

আশরাফুল মনে করেন, তার ওপর বিশ্বাস স্থাপন করার বিষয়টি আবারো আলোচনায় আসবে। ৩২ বছর বয়সী সাবেক এই তারকা বলেন, আমার মনে কোনো সন্দেহ নেই, আমি যখন ফিরবো তখন বিশ্বাসের অভাব দেখা দেবে। ড্রেসিং রুমেও আমাকে সেভাবে স্বাগত জানানো হবে না, যেভাবে জানানো উচিত, সঠিকভাবে। আমি একটি ভুল করেছি, বিশ্বাস অর্জনের পাশাপাশি এর দায় মোচনও আমার লড়াইয়ের অংশ হবে।

৩২ বছর বয়সী এই তারকার নামের সঙ্গে ফিক্সার শব্দটি জুড়ে গেছে। তবে তিনি এখনো মনে করেন তার ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩ টে-টোয়েন্টি ম্যাচের সঙ্গে আরো ম্যাচ যোগ করবেন।

ক্রিকেটের নিষেধাজ্ঞা থেকে ফিরলেও বিসিবি, নির্বাচক ও দলের খেলোয়াড়রা বিশ্বাস করবেন কিনা সেটি নিয়েও সন্দেহ পোষণ করেছেন আশরাফুল। তবে পাকিস্তানি পেসার আমিরের প্রত্যাবর্তনে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন সাবেক এই খেলোয়াড়।

এসআইএস/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।