স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ছুটাছুটি


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৬ মার্চ ২০১৬

দুপুর থেকে ভারত বধের স্বপ্ন নিয়ে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে আপেক্ষা করছিলেন হাজারো ক্রিকেটপ্রেমী। কিন্তু বিধি বাম হতে বেশি সময় নিলেন না। স্টেডিয়ামের প্রবেশদ্বারগুলো খুলে দেয়ার পরপরই শুরু হয় ঝড় সঙ্গে বৃষ্টিও। আকস্মিক এই ঝড়-বৃষ্টির কারণে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন দর্শনার্থীরা।

আকস্মিক এই ঝড়-বৃষ্টির মধ্যে ঠিক মতো আশ্রয় না পেয়ে অনেককে ভিজতে দেখা গেছে। পাশ্ববর্তী দোকানগুলো বন্ধ থাকার কারণে কেউই বৃষ্টির হাত থেকে রক্ষা পাননি।

এদিকে, বৃষ্টি শুরু হওয়ার পরপরই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা স্টেডিয়াম এলাকা। বন্ধ হয়ে যায় ফ্লাড লাইটও। ফলে অন্ধকারাচ্ছন্ন হয় স্টেডিয়াম।

এএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।