দুর্নীতির দায়ে ইরানে ধনকুবেরের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০২:২০ পিএম, ০৬ মার্চ ২০১৬

দুর্নীতির শাস্তিস্বরুপ ইরানে বাবাক জানজানি নামে এক ধনাঢ্য ব্যবসায়ীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের আমলে তেল বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই বাবাক।    

নিজের কোম্পানির মাধ্যমে কয়েকশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ডিসেম্বরে গ্রেফতার হন তিনি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

দেশটির বিচারবিভাগের এক মুখপাত্র একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জানজানির বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থনৈতিক অপরাধের অভিযোগ আনা হয়।

জানজানির সঙ্গে আরো দুজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের প্রত্যেককে নির্দেশ দেয়া হয়েছে আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে।

এ রায়ের বিরুদ্ধে অবশ্য আপিল করার সুযোগ আছে।

ইরানের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন জানজানি যুক্তরাষ্ট্র ও ইইউয়ের কালো তালিকাভুক্ত হয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির সহায়তায় ২০১০ সাল থেকে লাখো ব্যারেল তেল বিক্রির কথা তিনি স্বীকার করেছিলেন।  

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।