গণতন্ত্র রক্ষায় আরো গণতন্ত্র প্রয়োজন


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৬ মার্চ ২০১৬

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল বলেছেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার রক্ষা করতে বা গণতন্ত্র রক্ষা করতে আরো গণতন্ত্র প্রয়োজন।  গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলেই দেশের উন্নয়ন সম্ভব। জনগণের গণ রায় মেনে নেয়া হচ্ছে মৌলিক গণতন্ত্র।

রোববার চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের শিক্ষা কমপ্লেক্স মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাদল আরো বলেন, নাজিরহাট থেকে রামগড় রেল লাইন সম্প্রসারিত হলে পাল্টে যাবে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের চিত্র। এই দাবিটি আমি, ফটিকছড়ির এমপি নজিবুল বশর ভান্ডারীসহ জাতীয় সংসদে বার বার রেখেছি। প্রয়োজনে আরো একশ বার প্রস্তাব রাখবো। কারণ, উন্নয়নের পূর্ব শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা।

জাসদ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম জেলা জাসদের সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডা. সুব্রত চৌধুরী।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা মৃদুল কর্মকার, ব্যাংকার আবুল মনসুর, মাস্টার আহমদ কবির, হাবিবুর রহমান, ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

জনসভা শেষে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লোকজ সঙ্গীত শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি।

জীবন মুছা/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।