বাবার প্রতীক্ষায় চার বছর অনন-আবির


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৭ মার্চ ২০১৬

“আব্বু ছিলেন একবারের ইউপি চেয়ারম্যান, বিএনপি করতেন, তবে তেমন কোন বড় নেতা ছিলেন না। আমার জানা মতে, আব্বুর তেমন কোনো বড় শত্রু কিংবা পাওনাদারও ছিলেন না, যার কারণে আব্বু গুম হতে পারেন।" -এভাবেই বলছিলেন চার বছর যাবৎ নিখোঁজ ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য এস এম শহীদুল আলম ওরফে সিরাজ চেয়ারম্যানের পুত্র আনোয়ারুল আজিম অনন (১৫)।

তিনি আরো বলেন, একটি পরিবারের কর্তার চার বছর ধরে নিখোঁজ হলে পরিবারটি কী করে চলে? আম্মু কোথায় যাবেন আমাদেরকে নিয়ে? কী করে শেষ করবো পড়া-লেখা? তার উপর চাচ্চুদের অন্যায়, অবিচারের স্বীকার হচ্ছি প্রতিনিয়ত। চাচ্চুরা গ্রামের বাড়ির সব সম্পত্তি ভোগ করেছেন। আমাদের কোনো খোঁজ নেন না।

আনোয়ারুল আজিম অনন (১৫) নগরীর আগ্রাবাদ পাঠানটুলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। ছোট এক ভাই আবির (১০) তৃতীয় শ্রেণিতে পড়ে। বাবা ফিরে আসার প্রতীক্ষায় কাটে তাদের প্রতিটি প্রহর। কিন্তু সেই প্রতীক্ষার প্রহর চার বছরেও শেষ হয়নি।

সিরাজ চেয়ারম্যানের নিখোঁজের চার বছর পূর্ণ হয়েছে গতকাল ৬ মার্চ রোববার। ২০১২ সালের বিএনপির ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ সমাবেশ যোগ দিতে ১ মার্চ বাসা থেকে ঢাকার উদ্দেশে বের হন। ৬ মার্চ রাত ১১টা মুঠোফোনে সর্বশেষ যোগাযোগ করেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মুঠোফোনটি বন্ধ রয়েছে।

এ ঘটনায় স্ত্রী সোলতানা পারভীন চট্টগ্রাম নগরীর খুলশী ও পাঁচলাইশ মডেল থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে, পুলিশ চার বছরের মধ্যে এর কোনো ভালো খবর দিতে পারেননি।

সোলতানা পারভীন বলেন, “বাবাহীন দুই সন্তানকে নিয়ে নগরীতে ভাড়া বাসায় আছি। আমার স্বামীর বিষয়টি নিয়ে টেনশন করতে করতে দেড় মাস পূর্বে আমার বাবাও মারা যান। আমার ভাইয়ের দেওয়া টাকা এবং ধার-দেনা করে জীবন চলছে।

এদিকে নিখোঁজ সিরাজের ছোট ভাই মহিউদ্দিন তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরাও আমার ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। আমরা চেয়েছিলাম, ভাবী ও ভাতিজারা গ্রামে থেকে বড় হোক। কিন্তু তারা কোনভাবেই শহর ছাড়েন না। এ নিয়ে মতবিরোধ রয়েছে মাত্র। তারা যদি তাদের ন্যায্য প্রাপ্য নিয়ে যেতে চায়, আমরা অবশ্যই দিতে প্রস্তুত।”

জীবন মুছা/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।