এডিসন গ্রুপের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৮ মার্চ ২০১৬

বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ব্র্যান্ড সিম্ফনির মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের বার্ষিক সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলনে আমিনুর রশিদ বলেন, ২০১৫ সালে তাদের ব্যাবসায়িক লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে। এই সাফল্য অর্জনের জন্য তিনি গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।

ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বক্তৃতাকালে ব্যবসার এই চলমান অগ্রগতি ধরে রাখার জন্য তার পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সিম্ফনির সিনিয়র ডিরেক্টররেজওয়ানুল হক, ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক, ডিরেক্টর অব স্ট্র্যাটেজিক (এইচআর) আহমেদ পাশা, হেড অব প্ল্যানিং ও কন্ট্রোলিং মাকসুদুর রহমান এডিসন গ্রুপের বিভিন্ন উদ্যেগ, বিগত দিনের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।   

সম্মেলনের শেষ পর্যায়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে এডিসন গ্রুপের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।   

উল্লেখ্য, এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইল, সিমেন্স হোম এ্যাপ্লায়েন্স, এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেড, এডিসন প্রপারটিজ, এডিসন কমিউনিকেশনস লিমিটেড এর সকল ব্যবসা ইউনিট এর প্রায় ১৩০০ কর্মকর্তা কর্মচারী এই সম্মেলনে উপস্থিত  ছিলেন। বিজ্ঞপ্তি।

এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।