ভারতকেই ফেভারিট ভাবছেন সৌরভ-কপিল দেবরা


প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৮ মার্চ ২০১৬

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই সুস্পষ্ট ফেভারিট হিসেবে এগিয়ে রাখেছেন কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হকের মতো সাবেক গ্রেটরা।

এক অনুষ্ঠানে ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলি বলেছেন, ‘ফাইনাল এখনো অনেক দূরে। কিন্তু এই পথে এগিয়ে যাবার যথেষ্ঠ সুযোগ ভারতের রয়েছে। ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হবার পরে সবকিছুতে অনেক পরিবর্তন এসেছে। গত ৮-৯টি ম্যাচে তারা যা করেছে সেভাবে খেলতে পারলে শিরোপা জয় সম্ভব। দারুণ ফর্ম নিয়েই ভারত বিশ্বকাপ খেলতে যাচ্ছে।’

একই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম, ইনজামাম, কপিল ও মোহাম্মদ আজহার উদ্দিন। প্রত্যেকের মুখেই দ্বিতীয়বারের মতো ভারতের শিরোপা জয়ের সম্ভাবনার কথাই শোনা গেছে।

পাকিস্তানি সাবেক তারকা ওয়াসিম আকরাম বলেছেন, ভারত তো ফেবারিটই, তাদের সঙ্গে আরো রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রতিবারের মতোই পাকিস্তান অনিশ্চিত দল। এটা একটা নতুন টুর্নামেন্ট এবং পাকিস্তানের জন্য নতুন ম্যাচ। এশিয়া কাপে যা হয়েছে সবকিছু ভুলে তাদের টুর্নামেন্টটা উপভোগ করা উচিৎ ধর্মশালায় পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটি নিয়ে আলোচনা হচ্ছে। এখানে দুই দেশের সরকার, দুই বোর্ড ও আইসিসিও জড়িত। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হবে। টুর্নামেন্টটা যেহেতু ভারতে অনুষ্ঠিত হবে সে কারণে এটা তাদের দায়িত্ব সব দেশের নিরাপত্তা নিশ্চিত করা।

কপিল বলেছেন, ভারত যথেষ্ঠ ভারসাম্যপূর্ণ দল এবং তাদের বিপক্ষে প্রতিযোগিতা করা অন্য দলগুলোর সামনে বড় এক চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, সাধারণত আমি কোনো টুর্নামেন্টে ফেভারিট দল বেছে নেই না। কিন্তু এবার আমি বলবো ভারতের সামনে ভালো সুযোগ রয়েছে। সেরা প্রস্তুতি নিয়েই ভারত এবার খেলতে নামছে। ভারত ছাড়া অপর সেমিফাইনালিস্ট দল হচ্ছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিন আফ্রিকা। এই মুহূর্তে ধোনির সামনে বড় কোনো সমস্যা নেই।

ইনজামাম বলেন, ভারতই সুস্পষ্ট ফেবারিট। পাকিস্তানের দিকে তাকালে দেখা যাবে দলটি ততটা আত্মবিশ্বাসী নয়। ভারতে মাহেন্দ্র সিং ধোনির মতো অসাধারণ নেতা রয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে হারার পরে ভারতের মতো ফিরে আসা খুব কম দলই করে দেখাতে পেরেছে। আমার মতে ভারতের পরে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ভালো সুযোগ রয়েছে।

আজহার উদ্দিন বলেছেন, ভারতের কাছে হোম অ্যাডভানটেজ রয়েছে। টার্নিং উইকেটে ভারত ভালো খেলে। এই মুহূর্তে তারা সেরা ফর্মে আছে। আমার মতে শীর্ষ চার দল হচ্ছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।