ইতিহাসে বড় ঘটনার জন্ম দিতে পারে আগামী নির্বাচন: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১০ মে ২০২৩
জিএম কাদের/ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে বড় ঘটনার জন্ম দিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে, আবার ভালোর দিকেও যেতে পারে। সামনের দিনে রাজনীতিতে সংঘাত হতে পারে। আবার দমন-পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখাও হতে পারে। দেশের রাজনীতিতে একটা সমস্যা আছে, তার সমাধান দেখছি না।’

আরও পড়ুন>> আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ: জিএম কাদের

বুধবার (১০ মে) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। কী করলে জনগণের ভালো হবে, আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেবো।’

আরও পড়ুন>> জাতীয় পার্টির প্রতি মানুষের এখনো আস্থা আছে: জিএম কাদের

তিনি বলেন, ‘আমরা যদি মনে করি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারবো, তাহলে আমরা তাই করবো। যদি আমাদের সেই শক্তি না থাকে, তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেবো। তখন আমরা দেখবো, কার সঙ্গে থাকলে জনগণ বেশি উপকৃত হবে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এ ব্যাপারে দলের নেতাকর্মী ও শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এসএম/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।