বিএনপির সভাপতি প্রার্থী জয়নুল, সম্পাদক খোকন


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১০ মার্চ ২০১৬

আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। সভাপতি পদে সিনিয়র আইনজীবী ও বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদিন ও সম্পাদক পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

বুধবার মধ্যরাতে বিএনপির সহ-দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে সরকার সমর্থিত আওয়ামী লীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদেও সভাপতি পদে দলটির উপদেষ্টা মণ্ডলির সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে অ্যাডভোকেট আজাহারুল্লাহ ভূইয়াকে মনোনয়ন দেয়া হয়েছে বলে জাগো নিউজকে জানান সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট শম রেজাউল করিম।  

তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কাকে প্রার্থী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাতে একটি বৈঠক করা হয়। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীতা নিয়ে আলোচনা করেন সিনিয়র আইনজীবীরা। বৈঠক শেষে তাদের নাম ঘোষণা করেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। নতুন নেতৃত্ব পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০১৬-১৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আগামী ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির এক সভায় নির্বাচন সংক্রান্ত এ সিদ্ধান্ত হয় গত ৮ ফেব্রুয়ারি।  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট হারুনুর রশীদ। সুপ্রিম কোর্টের মোট ভোটার ৫ হাজার ২৮ জন আইনজীবী। দুই দিনব্যাপী সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল এবং ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা হয়েছে।

এফএইচ/জেএইচ/আরআইপি   
    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।