ঢাকা মহানগর বিএনপি নেতা মজনু আটকের অভিযোগ

ঢাকা মহানগর বিএনপি নেতা রফিকুল আলম মজনু
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আটকের অভিযোগ করেছে দলটি।
রোববার (২১ মে) রাতে তাকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।
তিনি বলেন, রাত ১১টা ৪০ মিনিট গোয়েন্দা পুলিশের সদস্যরা রফিকুল আলম মজনুকে আটক করে নিয়ে গেছে।
কেএইচ/জেডএইচ/