সোমবার থেকে বিএনপির নতুন কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৮ মে ২০২৩

আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে বিএনপির নতুন কর্মসূচি। এ ধাপের কর্মসূচি চলবে ১৫ জুন পর্যন্ত।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ ময়মনসিংহ মহানগরে পদযাত্রার মাধ্যমে দলের পূর্বঘোষিত কর্মসূচি শেষ হচ্ছে। আগামীকাল থেকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি শুরু হচ্ছে।

তিনি বলেন, ২৯ মে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় আলোচনা সভার মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হবে কর্মসূচি। আগামী ১৫ জুন এসব কর্মসূচি শেষ হবে।

কেএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।