পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটির সম্মেলন ১২-১৪ মার্চ


প্রকাশিত: ১২:০৬ পিএম, ১১ মার্চ ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের অডিটরিয়ামে পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত তিনদিন ব্যাপী ২য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আগামী ১২-১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

শুক্রবার বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন ও মহাসচিব অধ্যাপক মো. জাহিদ হোসেইন এক বিবৃতিতে এই সম্মেলনকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই সম্মেলনে দেশি-বিদেশি শিশু হৃদরোগ বিশেষজ্ঞগণ অংশ নেবেন বলে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন।

একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।