নির্বাচনের আগে সব মামলার রায় স্থগিতের দাবি বিএনপি নেতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ৩০ মে ২০২৩

আগামী জাতীয় নির্বাচনের আগে পর্যন্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব ‘হয়রানিমূলক’ মামলার রায় স্থগিত রাখার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্দলীয়-নিরপেক্ষ সরকার দরকার। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে মামলা, হামলা, গ্রেফতার বন্ধ করতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন করতে হবে।’

আরও পড়ুন>> টুকু-আমানের আপিল খারিজ, সাজা বহাল

মঙ্গলবার (৩০ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতির মামলার সাজা বহালের রায়ের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি করে দলের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন থানার সামনে দিয়ে পুনরায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুন>> তারেক-জোবায়দার মামলায় সাক্ষ্য নিয়ে আদালতে হট্টগোল

সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম টুকু ও আমান দম্পতির বিরুদ্ধে দেওয়া রায়কে ‘সরকারের আজ্ঞাবহ ফরমায়েশি’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এটিকে মিথ্যা মামলা দাবি করে রায় প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, ‘মিথ্যা মামলায় রায় দিয়ে আন্দোলনকে থামানো যাবে না।’

কেএইচ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।