খালেদা দম ফেলার চেষ্টা করছেন : ইনু
আগুনসন্ত্রাসী ও জঙ্গিনেত্রী খালেদা জিয়া দম ফেলার ফেলে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ অভিযোগ করেন।
ইনু বলেন, খালেদা একদিকে গণতন্ত্রের জন্য মায়া করছেন, অন্যদিকে কৌশল পাল্টিয়ে চূড়ান্ত আক্রমণ হানার চেষ্টা করছেন। আরও বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধাপরাধীদের বিচার চলায় আপাতত মনে হতে পারে যে পরিস্থিতি শান্ত। কিন্তু বিএনপি ও খালেদা এখনো ক্ষমা চায়নি, আত্মসমর্পন করেনি, তওবা করেনি। তাই বিপদ রয়েই গেছে। উপরে উপরে পরিস্থিতি শান্ত হলেও, যুদ্ধ ও সংকট রয়েই গেছে।
তিনি বলেন, জঙ্গিবাদের পাহারাদার খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করতে শেষ যুদ্ধটি আমাদের করতে হবে। যারা জেনে বুঝে মিটমাটের কথা বলছেন তারা আগুন সন্ত্রাসীদের বাংলাদেশের রাজনীতিতে জায়গা দেয়ার চক্রান্ত করছেন। কিন্তু পরিত্যক্ত রাজনৈতিক আবর্জনা, বর্জ্য, উপরি দেশের আবর্জনা, সামরিক শাসনের আবর্জনা, সাম্প্রদায়িক আবর্জনা প্রমাণ করেছে যে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হয়নি। বরং দুর্গন্ধ ছড়িয়েছে, সুযোগ পেলেই ছোবল মারবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন; সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরি সভাপতি মঈন উদ্দিন খান বাদল, সহ সভাপতি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শিরিন আখতার প্রমুখ।
এনএম/এসকেডি/এমএস