১৪ দলের সমাবেশে যুবলীগের দুই গ্রুপে মারামারি, আহত ১০

চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে যুবলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে লালদীঘি পাড়ের জেলা পরিষদ মার্কেটের সামনে সভাস্থলে এই ঘটনা ঘটে।
‘শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা, এবং উন্নয়নের ধারাবাহিকতা বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্রে’র প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছিল ১৪ দল। ওই সমাবেশে যুবলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের ইটপাটকেল এবং চেয়ার ছোঁড়াছুড়ি করতে দেখা যায়।
আরও পড়ুন: ইভিএম ছিনিয়ে কেন্দ্রের বাইরে আনলেন যুবলীগ নেতা
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, মিছিল নিয়ে আসার সময় সমাবেশস্থলের সামনে এমইএস কলেজের সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্ছু এবং সাবেক ছাত্রনেতা বর্তমানে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুই পক্ষই একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে মাথায় আঘাত পান কাউন্সিলর ওয়াসিম। পরে আওয়ামী লীগ নেতা এবং পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।
এমডিআইএইচ/জেডএইচ/জেআইএম