শেখ হাসিনা সর্বোত্তম সেবাদানকারী দক্ষ রাষ্ট্রনায়ক: হুইপ স্বপন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৩ জুন ২০২৩

বিশ্বে করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যে সংকট তৈরি হয়েছে সেখানে বাংলাদেশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে কেবলমাত্র দক্ষ, পরিশ্রমী ও মানবিক রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার জন্য, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

শেখ হাসিনাকে সর্বোত্তম সেবাদানকারী দক্ষ রাষ্ট্রনায়ক উল্লেখ করে পুনরায় তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার (২ জুন) জয়পুরহাট- ২ নির্বাচনী এলাকার আক্কেলপুর পৌর এলাকায় পৃথক পৃথক ৭টি দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জন আকাঙ্ক্ষাবিষয়ক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

jagonews24

আল মাহমুদ স্বপন আরও বলেন, দীর্ঘ অভিজ্ঞতা, জনগণের সমস্যা বিষয়ে তার জ্ঞানের গভীরতা, তীক্ষ্ণ নজরদারি, গরিব মানুষের প্রতি আন্তরিকতা এবং সদা কর্ম তৎপরতার সঙ্গে তিনি রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে, কৃষক, শ্রমিক, শিল্প মালিক, সেবাদানে সংশ্লিষ্টরা নিরলস পরিশ্রম করছেন। নেতা ও জনতার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলছে।

দিনব্যাপী এসব আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারন সম্পাদক ও জয়পুরহাট চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ আহসান কবীর, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহফুজা সুলতানা মলি, আতিকুজ্জামান মিঠু প্রমুখ।

এসইউজে/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।