ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস ভবন উদ্বোধন
দীর্ঘদিন পর ঠিকানা পেলো ঢাকা জেলা আওয়ামী লীগ। শনিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় শাখাটির কার্যালয় হিসেবে নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ কেন্দ্রীয় ও শাখা নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট দিয়েছে সরকার: কাদের
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ জানান, তেজগাঁওয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভবনেই ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় করে দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাও দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বড় শো-ডাউন করেছে জেলা আওয়ামী লীগ।
এর আগে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয় না থাকায় বিভিন্ন সভা-সমাবেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় নেতারা।
এসইউজে/জেডএইচ/এএসএম