মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ফখরুলের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৬ জুন ২০২৩
রাষ্ট্রদূত পিটার হাস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে পিটার হাসের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন>> যুক্তরাষ্ট্রের নয়া ভিসানীতিতে শঙ্কা-সম্ভাবনার দোলাচলে বিএনপি!

সূত্রমতে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সার্বিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

কেএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।