আমু না কাদের কার কথা সঠিক, জানতে চান মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৭ জুন ২০২৩

সংলাপ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, ‘আমু সাহেবের কথা নাকি কাদের সাহেবের কথা, কোনটা সঠিক? আমু সাহেব জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে সংলাপের কথা বললেন, আর কাদের সাহেব সংলাপের বিষয়ে বলেছেন সিদ্ধান্ত হয়নি। কিছুদিন আগে আবার প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিএনপি সন্ত্রাসীদের দল তাদের সঙ্গে কোনো সংলাপ নেই।’

বিশ ঘণ্টা ভ্রমণ করে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবেন না বলে যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘কিছুদিন আগে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।’

আয়োজক সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব আব্দুস সালামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ভাইস-চেয়ারম্যান এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তৃতা করেন।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।